Monday, August 18, 2025

ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে ধরা ছাত্রদল-যুবদলের চার নেতা

আরও পড়ুন

নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অভিযোগে ছাত্রদল- যুবদলের ৪ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিংড়া উপজেলার উত্তর দমদম এলাকা থেকে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে তাদের আটক করে জনতা।

আটককৃত হলেন, উপজেলার বড় চৌগ্রাম এলাকার মৃত মোজাহার আলীর ছেলে ও ইউনিয়ন যুবদল সদস্য সোহাগ হোসেন বানেস (৩৭), একই এলাকার কুদ্দুস মন্ডলের ছেলে এবং ছাত্রদল নেতা সালমান বুস (২২), ছোট চৌগ্রাম এলাকার আনসার আলীর ছেলে ও যুবদল কর্মী রায়হান, (৩৫) একই এলাকার হীরক এর ছেলে ও ছাত্রদলের সদস্য আলামিন (২৫)।

আরও পড়ুনঃ  নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

এ বিষয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক দাউদার মাহমুদ জানান, অপরাধী অপরাধীই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানায়, সিংড়া উপজেলার চলনবিলের মধ্যে উত্তর দমদম এলাকায় একটি বৈদ্যুতিক সেচ পাম্পের কাছ থেকে ট্রান্সফর্মার খুলছিল ওই চোর চক্রের সদস্যরা। বুঝতে পেরে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলি। এ সময় ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ তাদের থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর...

পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণধোলাই দেওয়ার সময় পুলিশ এসে ওই চোর চক্রের চার সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক জানান, এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই চার চোরকে আটক করে থানা নিয়ে আসে। পরে তাদের চিকিৎসা দেয়াড় জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  পাকিস্তানে মিললো স্বর্ণের খনি, মজুত ২৮ লাখ ভরি

প্রসঙ্গত, নাটোরের সিংড়ার বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে প্রায় ৪০টির মতো ট্রান্সফরমার ও অনেক সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ