Monday, August 18, 2025

দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর…

আরও পড়ুন

বাড়ির দরজা ছিল ভেতর থেকে বন্ধ, চারপাশে ছড়িয়ে পড়ছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ জাগে পাড়া-প্রতিবেশীদের। পরে দরজা খুলতেই দেখা যায়, ঘরের মেঝেতে পড়ে আছে মো. তোফাজ্জলের নিথর দেহ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামে ঘটে যাওয়া এই ঘটনাটি একাকী ও নিঃসঙ্গ জীবনের এক করুণ পরিণতি বলে মনে করছেন স্থানীয়রা।

শনিবার (৩ মে) বিকেলে দেবগ্রামের মধ্যপাড়ার কাদির মোল্লার বাড়ির পাশে তোফাজ্জলের বসতঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা দরজা খুলে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

মৃত তোফাজ্জল (৩৮) ওই এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তোফাজ্জল একাই থাকতেন। কারও সঙ্গে তেমন মিশতেন না, সবসময় একই পোশাক পরতেন এবং অস্বাভাবিক আচরণ করতেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং একাই থাকতেন। তার মৃত্যুর বিষয়টি প্রথমে কেউ টের পাননি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ