Monday, August 18, 2025

১ নারীকে স্ত্রী দাবি করে ২ যুবকের মধ্যে টানা- হেঁচড়া

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নারীকে (২২) নিয়ে দুই যুবকের মধ্যে বিবাদ ও টানা-হেঁচড়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

গত শুক্রবার সন্ধ্যায় ওই নারীকে নিয়ে দুই যুবক রাস্তায় স্ত্রী হিসেবে দাবি করে বিতর্ক তৈরি করলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। শনিবার সকালে পুলিশ ওই নারী এবং গোলাম জিলানী নামে এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম জিলানী (২৮) কসবা পৌরসভার শান্তিপাড়া এলাকার বাসিন্দা এবং দুই সন্তানের জনক। অন্যদিকে, আশিক মিয়া (৩০) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় গোলাম জিলানী ওই নারীকে নিয়ে কসবা পৌর শহরের কদমতলী এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় আশিক মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে নিজের স্ত্রী দাবি করেন। এরপর দুই যুবকই নারীটিকে নিজেদের স্ত্রী বলে দাবি করে টানা-হেঁচড়া শুরু করেন।

আরও পড়ুনঃ  সাত বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

এ ঘটনা দেখে স্থানীয় লোকজন দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। থানাতেও দুই যুবক ওই নারীকে নিজেদের স্ত্রী দাবি করেন। তবে গোলাম জিলানীর স্ত্রী ও পরিবারের সদস্যরা থানায় আসলেও ওই নারী সম্পর্কে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হন। অন্যদিকে, আশিক মিয়া নারীটিকে নিজের স্ত্রী হিসেবে প্রমাণ করতে পারলেও নারীটি তাকে তালাক দিয়েছেন বলে পুলিশকে জানান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ