Monday, March 17, 2025

এবার শেখ হাসিনাকে নিয়ে আলজাজিরার সাংবাদিকের পোস্টঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন

গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের।আওয়ামী সরকারের পতনের পর দলটির সভানেত্রী শেখ হাসিনাও ভারতে পালিয়ে আশ্রয় নেন।

গত ১০ মার্চ আলজাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েরের এক পোস্ট ঘিরে নতুন করে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য।গেল কয়েকদিন আগেই প্রথম সারির ভারতীয় কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে প্রতিবেদনে দেশজুড়ে উঠে চাঞ্চল্য।যেখানে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ছাত্র-জনতাসহ সবার একটাই কথা শেখ ফিরে আসবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য।

আরও পড়ুনঃ  রিয়েল এস্টেট-হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীন : প্রধানমন্ত্রী

আলজাজিরার সাংবাদিক সায়ের তার সেই পোস্টে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ‍্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে, ড.ইউনূসও সম্ভবত তার পদটি ত‍্যাগ করবেন। আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সে লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ‘ড. ইউনূসের প্রতি সৌজন্যতা দেখিয়ে ৫৭ বাংলাদেশিকে মুক্তি’

উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণপদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা — সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা ৯ জন। আর ভাইটাল আউটসাইড এক্টর আরো ৫ জন, এছাড়াও আরো বেশ কয়েকজন রয়েছেন।

সর্বশেষ সংবাদ