Sunday, July 27, 2025

বাংলাদেশি নাগরিকের ওপর গুলির ঘটনায় তদন্ত টিম গঠন

আরও পড়ুন

বাংলাদেশি নাগরিকের ওপর গুলির ঘটনায় তদন্ত টিম গঠন
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এবং বিএসএফ ১৯৩ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাজিব কুমারের নেতৃত্বে এই বৈঠক হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  শাহবাগী’ গরু গোসল করাল শাহবাগ বিরোধী ঐক্য

বিজিবি সূত্রে জানা যায়, লাউড়গড় বিওপি’র সীমান্ত পিলার ১২০৩/৮-এস এর কাছে সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাট এলাকায় অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের ১২ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ৮ জানুয়ারি সীমান্তে বাংলাদেশি নাগরিক মো. সাইদুল ইসলামকে (২৩) লক্ষ্য করে ফায়ারিংয়ের ঘটনা।

বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে সাইদুলের ওপর গুলি চালানোর বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়। বিএসএফ কমান্ড্যান্ট শ্রী রাজিব কুমার এ প্রসঙ্গে জানান, বাংলাদেশি নাগরিকের ওপর গুলির ঘটনার তদন্তের জন্য বিএসএফ ও পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তদন্তের পরই বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুনঃ  বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টন সমাদ্দার?

বৈঠকে সীমান্তে আহত, নিহত ও ফায়ারিং দুর্ঘটনা বন্ধের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও হয়। প্রায় ৫০ মিনিট ধরে চলা এই বৈঠক শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঢাকা পোস্টকে জানান, বৈঠক শেষ করে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাছিমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার গামারীতলায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ