Monday, August 18, 2025

মোবাইলে কথা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ছে

আরও পড়ুন

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ আবারও বাড়তে যাচ্ছে। সরকার মোবাইল রিচার্জের ওপর সম্পূরক শুল্ক ৩ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ মিলে মোবাইল ফোন টকটাইম এবং ইন্টারনেটের ওপর মোট ৩৯ শতাংশ কর আরোপিত আছে। এনবিআর-এর এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক থাকার শর্তে জানান, এই কর আরও ৩ শতাংশ বৃদ্ধি করে ৪২ শতাংশে উন্নীত করা হবে।

আরও পড়ুনঃ  পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবের বিজয়গাথা, কমেছে ভুল

তিনি আরও জানান, এ বিষয়ে একটি নির্দেশনা জারির প্রক্রিয়া চলমান।

টেলিকম অপারেটরদের মতে, বর্তমানে একজন গ্রাহক প্রতি ১০০ টাকা মোবাইল রিচার্জের জন্য ৩৯ টাকা পরোক্ষ কর দেন। অর্থাৎ, কার্যকরীভাবে তারা ৬১ টাকার সেবা পান। কর বৃদ্ধির পর, গ্রাহক প্রতি ১০০ টাকা রিচার্জে মাত্র ৫৮ টাকার সেবা পাবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ