Wednesday, January 8, 2025

সমন্বয়ক পরিচয়ে বক্তব্য শেষে জানা গেল তিনি ছাত্রলীগের সদস্য

আরও পড়ুন

জামালপুরের বকশীগঞ্জে উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয়ে বক্তব্য শেষে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মাহফুজ রহমান।

রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বকশীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মালিরচর নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য পদের তালিকায় তার নাম রয়েছে। এ ঘটনায় আটক মাহফুজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা কমিটি।

আরও পড়ুনঃ  ছাত্রদলের কমিটি ঘোষণা হলে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটাবে শিবির : শিমুল.

স্থানীয়রা জানান, স্থানীয় ছাত্র-জনতা রোববার রাতে মালিরচর নয়াপাড়া এলাকায় মাদকবিরোধী উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদও উপস্থিত ছিলেন। মাদকবিরোধী বৈঠকে মাহফুজ রহমান নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বক্তব্য দিলে আয়োজকদের তার পরিচয় নিয়ে সন্দেহ হয়। এসময় তার মোবাইল যাচাই করে ও জিজ্ঞাসাবাদে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদের কথা তিনি স্বীকার করেন। পরে ছাত্র-জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুনঃ  নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির-আরজে কিবরিয়া

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আটক মাহফুজ রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে মিশে ভিডিও, অডিও ও বিভিন্নভাবে যোগাযোগ করে সেখানে কি ঘটছে তা উপজেলা ছাত্রলীগের সভাপতিকে জানাতেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস ঢাকা পোস্টকে বলেন, ইতিমধ্যে অভিযুক্ত মাহফুজকে
আমাদের জেলা কমিটির সদস্য পদ থেকে সাময়কি অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা

আরও পড়ুনঃ  হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক

সর্বশেষ সংবাদ