Monday, August 18, 2025

গৌরীপুরে বিএনপি নেতার গাড়িতে হামলা ও ভাঙচুর

আরও পড়ুন

গৌরীপুরে বিএনপি নেতার গাড়িতে হামলা ও ভাঙচুর
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. এম. ইকবাল হোসাইনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী এলাকায় এই হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন—আনোয়ার, আ. রহমান বাবুল, সালাম, শিপন এবং মারজু। তারা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

স্থানীয় বাসিন্দা ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য মো. সেলিম বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. এম. ইকবাল হোসাইন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি গাড়িযোগে বালিয়াপাড়া সুজা নামের এক যুবদল নেতার বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে বেলতলী এলাকা নামক স্থানে স্থানীয় বিএনপি ও সহ অঙ্গসংগঠনের নেতা জামান ও শাহজাহানের নেতৃত্বে একদল সশস্ত্র লোক আমাদের ওপর হামলা চালায়। এ সময় ইঞ্জি. ইকবালের প্রাইভেটকারসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে নেতাকর্মীদের মারপিট করে আহত করা হয়েছে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহম্মেদ তায়েবুর রহমান হিরনের অনুসারী।

আরও পড়ুনঃ  ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : ড. ইউনূস

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জামান, শাহজাহানসহ বিএনপি নেতা আহম্মেদ তায়েবুর রহমান হিরনের বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তদন্ত করে জানানো হবে।

প্রসঙ্গত, এর আগে গতকাল ৫ জানুয়ারি গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে সংবাদকর্মীসহ স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ