Friday, January 10, 2025

এক লাফে লিটারপ্রতি যত কমলো ডিজেল ও কেরোসিনের দাম, যা হলো পেট্রোল ও অকটেনের

আরও পড়ুন

দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক লাফে এক টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। আগামীকাল ১ জানুয়ারি থেকে নতুন দর কার্যকর হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  চার শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে

ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা থেকে এক টাকা কমিয়ে ১০৪ টাকা ও কেরোসিন ১০৫ টাকা থেকে এক টাকা কমিয়ে ১০৪ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। অকটেন ১২৫ টাকা ও পেট্রোল বিক্রি হবে ১২১ টাকায়।

সর্বশেষ সংবাদ