একটু আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর নতুন ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’র প্রথম পোস্টার। তাতে পূজা আর নব্বই দশকের পর্দা কাপানো চিত্রনায়ক রুবেলকে বেশ ইনটেন্স লুকে দেখা যাচ্ছে। সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফি পরিচালিত ছবিটি দেখা যাবে ওয়েব প্ল্যাটফর্ম বঙ্গতে।
এই সময়ে তো পূজার মন ভালো থাকার কথা। ব্যস্ত থাকার কথা নিজের নতুন কাজের পোস্টারের প্রচারণা নিয়ে। কিন্তু পূজার মন বেশ খারাপ। তিনি বরং একটি মন খারাপ করা পোস্ট দিলেন ফেসবুকে।
‘ব্ল্যাক মানি’র প্রথম পোস্টারে রুবেল ও পূজা চেরী
আজ সকাল থেকেই পূজার নাম ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সম্বোলিত একটি প্যাডে একটি তালিকা প্রকাশিত হয়। সেই তালিকাটি ‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদ (মহিলা) কমিটির, এমনটি বোঝানে হয়েছে। আর সেই তালিকাতেই দেখা যাচ্ছে পূজা চেরীর নাম! লেখা রয়েছে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় পূজা চেরী (অমুসলিম শাখা)।
আর এ নিয়েই বেজায় চটেছেন নায়িকা। তিনি সাফ জানিয়ে দিলেন নিজের অবস্থানের কথা। পূজা ফেসবুকে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোন রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমারটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’
পূজা চেরী
এরপর পূজা লেখেন, ‘এটা শুধু রিউমারের পর্যায় পর্যন্ত থাকলে কোন ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোন রিউমারস করা আসলে উচিত না, যেই রিউমার জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’
সবশেষে পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশন। আমি সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাহিরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই। ধন্যবাদ