বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং অবিলম্বে মুক্তির দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নগরীরতে অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দ্রুত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানান। দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।পরে তারা নগরীরতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্মিলিত সনাতনী জাগরণ জোট খাগড়াছড়ি আয়োজনে মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্বরে সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, এই দেশ আমাদের মাতৃভূমি। আমাদের পূর্বপুরুষের জন্ম এখানেই। আমরা আছি এবং এই দেশেই মৃত্যুবরণ করব।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন সনাতনীরা। হাজারো সনাতনী নারী পুরুষ বিক্ষোভে অংশ নেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সনাতনী ধর্মাবলম্বীরা। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানবন্ধন করে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় মানবন্ধনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃবৃন্দ মানিক চন্দ্র সরকার, লিটন চন্দ্র পাল, এড. রঞ্জিত চন্দ্র দে, লিটন ঘোষ, কৃষ্ণ দাস কাজল, সুজন দাস বক্তব্য রাখেন।
বক্তারা ৮ দফা দাবি বাস্তবায়নসহ দ্রুত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দ্রুত মুক্তি, শাহাবাগে আন্দোলন কারীদের উপর হামলাকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা সহ দাবি জানান। না দিলে কঠোর আন্দোলন হুশিয়ারি দেন।
আন্দোলনকারীদের ওপর হামলা ও তাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারসহ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি, ইস্কনের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এসময় দ্রুত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন হুশিয়ারি দেন।
অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাংগার হাটে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে হিন্দু ধমালম্বী নারী পুরুষ।
অন্যদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরের দিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবীতে কোটালীপাড়ার ভাঙ্গারহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ইসকন সমর্থকরা। মিছিলটি বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কিছুদুর অগ্রসর হলে পুলিশের টহল গাড়ি সামনে পড়ে। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপসহ হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে আটক করা হয়েছে।
গোপালগঞ্জে মিছিল থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের (ইসকন) ৩ সমর্থককে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃবৃন্দরা।
ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, টাঙ্গাইল শাখা।
সকাল থেকেই প্রেসক্লাবের সামনে সমবেত হতে থাকে সনাতন ধর্মের লোকেরা। প্রথমে পুলিশ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করতে বাধা দিলেও পরে তারা শান্তিপূর্ণ সমাবেশের আশ্বাসে করতে হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, হিন্দু ছাত্র মহাজোট, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শোভন সরকার, হিন্দু সনাতনী জাগরনী মঞ্চের জেলা সমন্বয়ক অভিজিৎ গৌড়, যুগ্ম সমন্বয়ক সম্ভু চক্রবর্তীসহ অনেকে। এসময় বক্তারা বলেন, অবিলম্বে ইসকন নেতা চিন্ময় দাসকে মুক্তি দিতে হবে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।