Monday, August 18, 2025

অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল

আরও পড়ুন

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেওয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলায় শিতলাই স্টেশন সংলগ্ন এলাকায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ব্যাটারিচালিত অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। অবশ্য এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে যাওয়ার ফলে ট্রেনটি সেখানেই আটকে থাকে। পরে এক ঘণ্টা পর আলাদা ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের তিনজনকে হত্যা

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার মহিউদ্দিন আজাদ কালবেলাকে জানান, ঘটনার পর রাজশাহী থেকে একটি ইঞ্জিন শিতলাই স্টেশনে পাঠানো হয়। এরপর ট্রেনটি আবার যাত্রা শুরু করে। ওই ট্রেনের বিকল হওয়া ইঞ্জিনটি শিতলাই স্টেশনেই রাখা হয়েছে। ঠিক করে ইঞ্জিনটি আবার চালানো হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ