Friday, June 27, 2025

পদত্যাগ করলেন বেরোবি রেজিস্ট্রার

আরও পড়ুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।

সোমবার (১৪ অক্টোবর) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার পদের দায়িত্ব থেকে পদত্যাগ/অব্যাহতি গ্রহণ করেন। চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ শেষ হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করেছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।

এর আগে, বেরোবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর কাছে রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরীকে অপসারণের দাবি জানিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে কর্মকর্তারা তার দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছিলেন। প্রশাসনিক নানা ইস্যুতে তার বিরুদ্ধে অসন্তোষ তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুনঃ  ভারতে আর ২৫ দিন থাকতে পারবেন শেখ হাসিনা : হিন্দুস্থান টাইমস

সর্বশেষ সংবাদ