Monday, August 18, 2025

ইসরায়েলি সেনাদলের ওপর হামলা, সবাই আহত

আরও পড়ুন

ইসরায়েলি সেনাদলের হতাহত করার দাবি করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি সেনাদলকে আহত করা হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে অভিযান চালাতে আসা সেনাদলের ওপর হামলা চালিয়েছে। এতে তারা হতাহত হয়েছেন।

গোষ্ঠীটি জানিয়েছে, ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে তাদের হতবাক করে দেওয়া হয়েছে। এ বিস্ফোরণে দলে থাকা সব সেনা আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক

প্রতিবেদনে বলা হয়েছে, আজকের দিনের মধ্যে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এটি তৃতীয় সংঘর্ষ। এর আগে তারা জানায়, মারুন আল রাস শহরে অনুপ্রবেশের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এলাকাটি ইয়রুন থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত।

হিজবুল্লাহর পক্ষ থেকে এ হামলা চালানোর কথা বলা হলেও ইসরায়েলি বাহিনী বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে আলজাজিরা জানায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সেনাদের হামলায় ইসরায়েলের অন্তত দুই সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

আরও পড়ুনঃ  সালমান এফ রহমানের বেক্সিমকোর গাড়ি থেকে বিপুল ইয়াবা উদ্ধার

ইসরায়েলি সংবাদমাধ্যমে বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী ওদাইশেহ শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে দুই সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ, যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে।

আরও পড়ুনঃ  এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত শুরু

এর আগে আলজারিরা জানায়, লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। বুধবার ভোরে ওদাইসেহ শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ