Thursday, August 14, 2025

ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ টোটনের মৃত্যু

আরও পড়ুন

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় টোটন (৩৫) নামের একজন মারা গেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডি শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে মঙ্গলবার রাতে টোটন নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে টোটনের স্ত্রী নিপা ৩২ শতাংশ ও ছেলে শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা ও আশঙ্কাজনক বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  নেত্রীকে হোটেলে নিয়ে সময় কাটানোর ‘প্রস্তাব’ বিএনপি নেতার

এর আগে, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শনিবার মোহাম্মদ টোটন জানিয়েছিলেন, ভোররাতে ছেলের জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে আমরা তিনজন দগ্ধ হই। এরপর প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ