Sunday, August 17, 2025

রিকশাচালক শহীদ বাবুলের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত রিকশাচালক শহীদ আসাদুল হক বাবুলের দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুরের বিরলে যান একটি প্রতিনিধি দল।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আসাদুল হক বাবুলের পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জেলার অন্য নেতারা।

আরও পড়ুনঃ  উপজেলায়ও ‘বর্জন’ কৌশলে বিএনপি

প্রসঙ্গত, রিকশাচালক শহীদ আসাদুল হক বাবুল গত ০৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ