গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ি এলাকায় শাহ ফশিহ উদ্দিনের মাজার ভেঙে দিয়েছে মুসল্লীরা।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পোড়াবাড়ি, আশেপাশের বেশ কয়েকটি মসজিদের মুসুল্লিরা ঐক্যবদ্ধ হয়ে মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে।
এসময় বিভিন্ন স্থাপনা ও কবরস্থান বেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় মুসুল্লিরা। সেনাবাহিনী- পুলিশ যৌথভাবে এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে গাজীপুর জেলা প্রশাসকের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে, এই মাজারের পীর খাদেম এবং বিভিন্ন ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে গেছেন।
এলাকার মুসল্লিরা বলেন, এই মাজারে অসামাজিক কার্যকলাপ চলে এগুলো কোনভাবেই ইসলাম পছন্দ করে না। এজন্যই এই মাজারকে আমরা এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য ভেঙে দিয়েছি। মাজারে বিভিন্ন ধরনের নেশা, মাদকদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে থাকতেন মাজার ভক্তরা।