Friday, January 10, 2025

ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি

আরও পড়ুন

বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ছাড়াও বিগত প্রায় ১৬ বছরে আওয়ামী লীগের আমলে দলীয় নেতাকর্মীসহ যেসব ব্যক্তি গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আলাদা সমাবেশের আয়োজন করবে দলটি।

সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিবন্ধন-প্রতীক ফিরে পেতে আপিলে যেসব যুক্তি তুলে ধরবে জামায়াত

দলটির নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে অনুষ্ঠেয় সমাবেশ সফলের লক্ষ্যে আজও ঢাকা বিভাগের বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি সমাবেশ সফল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহুমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এজেডম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার সন্ধ্যায় কালবেলাকে বলেন, ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ