Sunday, August 17, 2025

মালয়েশিয়ায় দেয়াল চাপায় দুই বাংলাদেশি নিহত

আরও পড়ুন

মালয়েশিয়ার আলম-সেলাঙ্গর রাজ্যে কংক্রিটের দেয়ালে চাপা পড়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ড্রেন নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১০ সেপ্টেম্বর) ডেপুটি জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট রামসে এমবোল এ তথ্য জানান।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এলমিনা রিজ দেনাই আলম ইউ-১৫ কনস্ট্রাকশন প্রজেক্টে ড্রেন নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই ২ বাংলাদেশি শ্রমিক নিহত হন।

তিনি আরও জানান, নিহত দুজনই বাংলাদেশি। তাদের বয়স ২৫ ও ৩০। মাথায় ও শরীরে গুরুতর আঘাতে তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  আন্দোলন দমনে ‘গরম জল’ ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বুকিত জেলুটং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহগুলো উদ্ধার করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ