Friday, January 10, 2025

দলের ত্রাণ তহবিলে অর্থ দিলো কিশোরগঞ্জ বিএনপি

আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির কাছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এই অর্থ প্রদান করেন।

বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এই অর্থ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  জাতিকে ভাগ করার সুযোগ আর নয়: জামায়াত আমির

এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় সদস্য লায়লা বেগম, ইকবাল হোসেন শ্যামল, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি শরিফ, সাধারণ সম্পাদক সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব মো. শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক নেবিন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জামায়াত কর্মী হত্যায় ১১ বছর পর ঝিনাইদহে মামলা

সর্বশেষ সংবাদ