Monday, August 18, 2025

৫, ১০ ও ২০ টাকার নোট বদলে যাচ্ছে

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তন করতে হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে ব্যবহার করতে হবে। চলতি মাসে অথবা আগামী মাসে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পুনর্বিবেচনা আলোচনা করা হবে। সেখানে মুদ্রা পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুনঃ  পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

উপদেষ্টা আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন ও তার দেশত্যাগের পর ৮ আগস্ট অন্তবর্তী সরকার শপথ পাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দপ্তর ভাগে ড. সালেহ উদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এর আগে ২০০৫ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সালেহ উদ্দিন বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শীর্ষ অর্থ সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ