Sunday, August 17, 2025

ছাত্রলীগকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

আরও পড়ুন

রাজধানীতে ছাত্রলীগের এক কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গণধোলাইয়ের শিকার ছাত্রলীগকর্মীর নাম মো. শিহাব। তিনি কবি নজরুল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের অনুসারী।

ঘটনাস্থলের থাকা শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়েছেন শিহাব। এ ছাড়াও ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করতেন।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর আশ্রয়ে থাকা ব্যক্তিদের তথ্য দিল আইএসপিআর

কবি নজরুল কলেজের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল বলেন, শিহাব হলের শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে যেতে বাধ্য করতেন। যারা যেত না তাদের নির্যাতন করতেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এমনকি প্রোগ্রামে না গেলে হলে জায়গা হতো না শিক্ষার্থীদের। গণধোলাইয়ের সময় ছাত্রলীগের এই কর্মী হলে মাদকের ব্যবসা ও বহিরাগতদের নিয়ে মাদক সেবনের কথা স্বীকার করেন। এছাড়া পুরান ঢাকায় বাস ও ট্রাক থেকে চাঁদা ওঠানোর কথাও বলেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখার একজন সমন্বয়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আন্দোলন করার সময় এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। পুরো ক্যাম্পাস দখলে রেখে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। তাদের ইচ্ছার বাইরে কোনো শিক্ষার্থী কথা বলতে পারতো না। যেসব শিক্ষার্থী ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছে আজ তারা ক্ষিপ্ত হয়ে এই ছাত্রলীগকর্মীকে মারধর করেছে। পরবর্তীতে আমরা তাকে সূত্রাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ