Tuesday, August 12, 2025

গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য ধরায় ৬ জনকে অর্থদণ্ড

আরও পড়ুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখার অপরাধে ৬ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৬টি পৃথক মামলা করা হয় এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে।

সোমবার (২৬ আগস্ট) এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।

তিনি জানান, ছয়জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ন্যায্যমূল্যের অধিক দাম রাখবে না মর্মে ব্যবসায়ীদের থেকে মুচলেকা গ্রহণ করা হয়। একই দিন শাহরাস্তি উপজেলার সব ব্যবসায়ীকে পাকা স্লিপ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

এদিকে চলমান বৃষ্টির জলাবদ্ধতায় সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধিকে লাগাম টেনে ধরার প্রশাসনিক এরূপ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ