Monday, August 18, 2025

আ.লীগ থেকে পদত্যাগ করলেন হাবিব মীর

আরও পড়ুন

দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম পছন্দ না হওয়ায় এবং দলের শীর্ষ নেতাদের দ্বারা হামলা-মামলার শিকারের কারণে আমতলী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা আ.লীগ সদস্য মীর মো. হাবিবুর রহমান আ.লীগ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগে বরগুনার আমতলী উপজেলা আ.লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা আ.লীগ সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমানের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানা গেছে, গত বছর মে মাসে আমতলী উপজেলা আ.লীগ কমিটি ঘোষণা দেন বরগুনা জেলা কমিটি। ওই কমিটিতে আমতলী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মীর হাবিবুর রহমানকে ৬৯ নম্বর সদস্য পদ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মামলার আসামি হলেন ক্যান্সারে মারা যাওয়া ছাত্রলীগ নেতা

দলীয় পদ পেয়ে হাবিবুর রহমান বেশ সুনামের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলীয় শৃঙ্খলা তার কাছে ভালো লাগেনি। উপজেলা আ.লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার দ্বারা গত পাঁচ বছর তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। এ বিষয়ে দলের শীর্ষ নেতার কাছে অভিযোগ দিয়েও তিনি কোনো প্রতিকার পাননি। তাই দলীয় শৃঙ্খলা না থাকায় হাবিবুর রহমান কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

মীর মো. হাবিবুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম আমার পছন্দ না এবং দলের শীর্ষ নেতাদের থেকে হামলা-মামলার শিকার হওয়ায় আমি দলের সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। জনপ্রতিনিধি হওয়ায় আ.লীগের সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু হামলা-মামলার শিকার হয়ে দলের থেকে কোনো প্রতিকার পাইনি।

আরও পড়ুনঃ  গুলিবিদ্ধ পা নিয়ে দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ের আবু সাঈদ

আমতলী উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, এ বিষয়ে আমি এখনো কোনো কিছু জানি না।

আমতলী উপজেলা আ.লীগ সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমান বলেন, দল থেকে যে কেউ পদত্যাগ করতে পারেন। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কেউ পদত্যাগ করলে আ.লীগের মত বৃহৎ দলের কিছুই আসে যায় না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ