Saturday, July 26, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ শান্তর

আরও পড়ুন

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয়টি উৎসর্গ করেন।

দলীয় পারফরম্যান্সের দারুণ সমন্বয়ে পাকিস্তানের মাটিতে প্রথম জয় পায় বাংলাদেশ দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ১১৭ রানের।

আরও পড়ুনঃ  পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন

দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩০ রান। কোনো উইকেট না হারিয়ে এ লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ফলে নিশ্চিত হয় ১০ উইকেটের জয়।

নিজেদের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। এমনটি পাকিস্তানের মাটিতেও প্রথম জয় টাইগারদের। এ ছাড়া সব মিলিয়ে বিদেশের মাটিতে এটি সপ্তম জয় বাংলাদেশের। একই সঙ্গে যোগ হয়েছে টেস্টে প্রথমবার ১০ উইকেটে জয়ের মাহাত্ম্য।

আরও পড়ুনঃ  এমন বাংলাদেশই প্রত্যাশা তামিমের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেকে। ঐতিহাসিক এ জয় নিহতদের উৎসর্গ করে টাইগার দলপতি নাজমুল হাসান শান্ত বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয় আমরা তাদেরই উৎসর্গ করছি। তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ