Tuesday, August 12, 2025

ডুবে গেছে পারিবারিক কবরস্থান, মরদেহ নিয়ে বিপাকে স্বজনরা

আরও পড়ুন

বন্যার পানিতে পারিবারিক কবরস্থান ডুবে যাওয়ায় এক যুবককে দেড় কিলোমিটার দূরে অন্য আরেক কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে দিকে নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরজু (৪০) ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আরজু আগে থেকেই অসুস্থ ছিল। বুধবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় পৌঁছলে মারা যান। বন্যার পানির জন্য তার লাশ খাটিয়ায় নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন সাঈদের মা, নির্বাক হয়ে গেছেন বাবা

কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বলেন, আরজুর পারিবারিক কবরস্থান কোমরপানিতে নিমজ্জিত। এ জন্য তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। একই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার দূরে চৌধুরী বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, গত ৮ দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকলে জেলাজুড়ে বন্যার সৃষ্টি হয়। বন্যার পানি জেলার কবিরহাটসহ ৮টি উপজেলার অনেক স্থানে হাঁটু ও কোমর পরিমাণ উঠে গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ