Wednesday, March 19, 2025

শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষের পদ ছাড়লেন সাবেক সচিবের স্ত্রী

আরও পড়ুন

শিক্ষার্থীদের তোপের মুখে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জেলা প্রশাসন পরিচালিত রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন পদত্যাগ করেছেন।

বুধবার (২১ আগস্ট) বিকেল ৪টায় তিনি বিভাগীয় কমিশনার বরাবর পদত্যাগপত্র দাখিল করেন। মঞ্জুয়ারা সাবেক সচিব আবুল কালাম আজাদের স্ত্রী।

জানা গেছে, বেলা ১২টা থেকে বিপুল পরিমাণ শিক্ষার্থী, অভিভাবক এবং সাবেক শিক্ষার্থী তার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। কিন্তু তিনি পদত্যাগ না করে বিভিন্নভাবে টালবাহানা শুরু করলে একপর্যায়ে সেখানে যায় সেনাবাহিনী। সেনাবাহিনীর সামনেই পারভীনের বিরুদ্ধে তার স্বামীর দাপট দেখিয়ে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন এবং অর্থ তছরূপের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন প্রমাণপত্র উপস্থাপন করা হয়। পরে শিক্ষার্থীদের তোপের মুখে ৪ ঘণ্টা পর বিকেল চারটায় তিনি পদত্যাগপত্রে সই করেন।

আরও পড়ুনঃ  শিবচরে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজনকে কুপিয়ে জখম

সেখানে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করার কথা বলা হয়। উপাধ্যক্ষকে অধ্যক্ষের দায়িত্ব পালনের কথাও লেখা হয় পদত্যাগপত্রে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি।

সর্বশেষ সংবাদ