Monday, August 18, 2025

কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আরও পড়ুন

কক্সবাজারের পেকুয়ায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মা-মেয়ে ও নাতনিসহ ঘুমন্ত অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৩৫), মেয়ে ময়না আক্তার (২০) ও নাতনি মাহি (৬)।

স্থানীয়রা জানান, তারা রাতে ঘুমিয়ে ছিল। ঘরটি সেমিপাকা ছিল। রাতে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে ঘরের পাকা দেওয়াল ভেঙে ঘুমন্ত অবস্থায় তাদের চাপা দেয়। এতে তিনজনেই মারা যান। সকালে কেউ না উঠায় এলাকার লোকজন তাদের ঘরে গিয়ে বিষয়টি বুঝতে পারে। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  ঋণের টাকা না পেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন চল্লিশোর্ধ্ব পাওনাদার!

শীলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে একই পরিবারের মা-মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে আমি দ্রুত গিয়ে লাশ উদ্ধার করি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন,সকালে শিলখালী পাহাড়ধসে একই পরিবারের তিনজনে মৃত্যু খবর পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে আছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ