Saturday, January 11, 2025

রিয়াজদের আত্মত্যাগ বৃথা যাবে না : আসিফ

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে মাথায় গুলি লাগে রিয়াজ নামের এক শিক্ষার্থীর। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেলে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান তিনি।

রিয়াজের মৃত্যুতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নতুন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

ফেসবুক পোস্টে আসিফ লিখেন, রিয়াজকে দেখতে গিয়েছিলাম ৩ দিন আগে। মাথায় বুলেট নিয়ে এতদিন মৃত্যুর সাথে লড়ে আজ শাহাদাতবরণ করেছে রিয়াজ। ডাক্তাররা বলেছিলেন ওর আর বাঁচার সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ  সবাইকে সাকিবের পাশে থাকার আহ্বান মিরাজের

তিনি বলেন, মৃত্যুর জন্য অপেক্ষা, কিছু করতে না পারার আক্ষেপ আর অস্বস্তি নিয়ে ফিরে আসতে হয়েছে। স্বাধীন বাংলাদেশ অর্জনে রিয়াজদের আত্মত্যাগ বৃথা যাবে না।

জানা গেছে, ৪ আগস্ট আন্দোলন চলাকালে রিয়াজের মাথায় একটি গুলি লাগে। আহত অবস্থায় প্রথমে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হলে পরবর্তীকালে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেশ কিছুদিন আইসিইউতে থাকার পর শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে মারা যান রিয়াজ।

আরও পড়ুনঃ  মক্কায় প্রাণ গেল ৪৮ বছর বিনা বেতনে ইমামতি করা মাওলানার

সর্বশেষ সংবাদ