Friday, January 10, 2025

সাবেক পানিসম্পদমন্ত্রী আটক

আরও পড়ুন

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে।

সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তুলে নিয়ে যায় তাকে। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত সাড়ে দশটায় রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পাই, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসেন এবং রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।

আরও পড়ুনঃ  ছাত্রদলের হামলায় যুবদলের ৩ নেতা আহত

সর্বশেষ সংবাদ