চার মাস আগে হারিয়েছেন স্বামীকে। আবার দুই সন্তানের মধ্যে একজনের দৃষ্টি কেড়ে নিয়েছে গুলি। অন্য সন্তান প্রতিবন্ধী। সবকিছু নিয়ে চরম বিপাকে শরীয়তপুরের নাজমা বেগম।
জানা গেছে, স্বামী মোফাজ্জল হোসেন মারা যাওয়ার পর টাকার অভাবে ছোট ছেলে মবিনকে ঢাকার উত্তরায় একটি কম্পিউটারের দোকানে কাজে পাঠান নাজমা। সেখানে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মিছিলে যোগ দেন তিনি। মিছিলটি একপর্যায়ে উত্তরা থানার দিকে গেলে শুরু হয় গুলি। এ সময় একটি বুলেট কেড়ে নেয় মবিনের দৃষ্টি শক্তি।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় শিধলকুড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন ও নাজমা বেগম দম্পতির তিন ছেলের মধ্যে সবার ছোট ছেলে মবিন (১৭)। বাবার মৃত্যুর পরে মায়ের মুখে হাসি ফোটাতে ও প্রতিবন্ধী ভাইকে সুখে রাখতে উত্তরার রাজলক্ষ্মীর পাশে ৩ নম্বর সেক্টর ২ নম্বর রোডের ২৭ নম্বর প্লটে লতিফ এম্পোরিয়ামের মো. ওয়াসিম তালুকদারের ইজি কম্পিউটার সেন্টারে চাকরি নেন।