Monday, August 18, 2025

ছাগলনাইয়া থানায় কম্পিউটার সরঞ্জাম দিল জামায়াত

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগে দুর্বৃত্তরা ফেনীর ছাগলনাইয়া থানায় অগ্নিসংযোগ করে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয়। ফলে থানার স্বাভাবিক কার্যক্রম চালু করার মত কোনো সরঞ্জামাদি ছিল না।

থানা চালু হলেও কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম না থাকায় কাজ করা সম্ভব হচ্ছিল না। ফলে থানার কার্যক্রম চালু করতে কম্পিউটার, প্রিন্টার ও রাউটার দিয়ে সহযোগিতা করেছে জামায়াতে ইসলামী।

রোববার (১১ আগস্ট) থানার ওসি হাসান ইমামের কাছে এসব কম্পিউটার সরঞ্জাম হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  আ.লীগ দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত : মির্জা ফখরুল

জামায়াতের ফেনী জেলা আমীর একেএম শামছুদ্দিন বলেন, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের নেতারা থানার ওসি হাসান ইমামের কাছে জানতে চান তাদের কাজ শুরু করতে কোন জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। তখন তিনি কম্পিউটার, প্রিন্টার ও রাউটারের কথা বলেন।

তিনি বলেন, তাৎক্ষণিক উপজেলা জামায়াতের আমীর মুজিবুর রহমান একটি কম্পিউটার, প্রিন্টার ও একটি রাউটার নিয়ে রোববার বিকেলে থানায় নিয়ে আসেন। পরে আমরা এসব সামগ্রী ওসির হাতে তুলে দেই।

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম কালবেলাকে বলেন, এ মুহূর্তে সরঞ্জামগুলো অনেক প্রয়োজন ছিল। এগুলো পাওয়ায় প্রাথমিক কাজগুলো সম্পাদন করা সহজ হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ