প্রচ্ছদ
সারাদেশ
গাজীপুরে গাঁজাসহ বিক্রেতাকে আটক করল শিক্ষার্থীরা
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম|অনলাইন সংস্করণ
অ- অ+
33
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttoncopy sharing button
আটককৃত গাঁজা বিক্রেতা। ছবি : কালবেলাX
আটককৃত গাঁজা বিক্রেতা। ছবি : কালবেলা
গাজীপুরের শ্রীপুরে বিক্রির সময় গাঁজাসহ হাতেনাতে বিক্রেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে কিছু সময় আটকে রেখে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ফ্লাইওভার এলাকায় গাঁজা বিক্রির সময় তাকে আটক করা হয়। এ সময় ১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক গাঁজা বিক্রেতা এনামুল হক (৩৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বর্ণমালা মোড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন।
মাওনা চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী ইমরান হাসান জানান, শনিবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন শিক্ষার্থীরা। এ সময় এক ব্যক্তিকে গাঁজা বিক্রি করতে দেখে শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদ করলে সে পালানোর জন্য দৌড় দেয়। পরে শিক্ষার্থীরা তাকে দৌড়ে আটক করে এবং সঙ্গে থাকা ১২ পুরিয়া গাঁজা পলিথিনে মুড়িয়ে গলায় ঝুলিয়ে ফ্লাইওভারের নিচে ব্যারিয়ারের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় তাকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। ঘণ্টাখানেক আটকে রাখার পর তাকে ছেড়ে দেন শিক্ষার্থীরা।
জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রির কথা স্বীকার করে জানায়, আগে সে পথে পথে পান, সিগারেট বিক্রি করত। এর মাঝে সে গাঁজা বিক্রিতে জড়িয়ে পড়ে।