Tuesday, August 12, 2025

রাত জেগে মন্দির পাহারায় ছাত্রদল

আরও পড়ুন

দেশের সম্পদ এবং সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আর কেন্দ্রের সেই নির্দেশনা অনুযায়ী তাড়াশ উপজেলায় বি‌ভিন্ন মন্দিরের সুরক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের সদস্য স‌চিব মো. শাহাদৎ হোসেনের নেতৃত্বে বি‌ভিন্ন মন্দিরগুলোতে নিরাপত্তা দিতে দেখা যায়।

সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের জন্য কয়েকটি দল গঠন করে রাত জেগে পাহারার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যায়।

এ প্রস‌ঙ্গে তাড়াশ উপ‌জেলা ছাত্রদলের সদস্য স‌চিব খন্দকার শাহাদৎ হো‌সাইন বলেন, বাংলাদেশে দীর্ঘদিন চলা স্বৈরাচারের শাসনের প্রেতাত্মা এখনো বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন সম্পদ ধ্বংস করেছে, বিভিন্ন উপাসনালয়, মন্দিরে আক্রমণ করেছে।
‌তি‌নি বলেন, ছাত্রদলের অভিভাবক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন কোনো ধর্মের লোকের ওপরে আওয়ামী প্রেতাত্মারা যেন আর আক্রমণ করতে না পারে সেজন্য পাহারা দিতে হবে। প্রতিষ্ঠানগুলো পাহারার সঙ্গে সঙ্গে আমরা তাদের আশ্বস্ত করেছি ছাত্রদল থাকতে কেউ আক্রমণ করতে পারবে না।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  দেশের জলসীমায় ভারতীয় ট্রলার’, খালি হাতে ফিরছেন উপকূলের জেলেরা

সর্বশেষ সংবাদ