Monday, August 18, 2025

মোহাম্মদপুরে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

আরও পড়ুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর হাউজিং এলাকা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করে শেরে বাংলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম জানান, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে আছে শটগান, থ্রি নট ত্রি, কাটা রাইফেল, পয়েন্ট টু টু বন্দুকসহ কিছু দেশীয় অস্ত্র। অস্ত্রগুলোর মধ্যে কিছু সচল এবং কিছু মরিচা ধরা ছিল।

তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  আমরা কখনো তাকে প্রধানমন্ত্রী বলতাম না: চরমোনাই পীর

উদ্যান ৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসার ছাদে শিশুরা খেলতে গিয়ে একটি শটগান পায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা গিয়ে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে শিশুরা খেলতে গিয়ে এই শটগানটি পায় এবং ভুলবশত তারা একটি গুলিও করে তবে এতে কোনো হতাহত হয়নি।

১৪ বছর বয়সী নুর আলম বলে, আমি আমার ছোট দুই ভাই রিফাত ও সোহান পাশের বাসার গলির ভেতরে অস্ত্রটি দেখতে পেয়ে তুলে আনি। পরে আমরা সেটিকে ছাদের ওপরে নিয়ে আসি। আনার পরে ভুলবশত চাপ দিলে একটি গুলি বের হয়। এরপর আমার বাবা খবরটি পেয়ে সবাইকে জানাই। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে অস্ত্রটিকে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ‘আ. লীগের চ্যাপ্টার ক্লোজড, নতুন করে ওপেন করার অবকাশ নেই’

সেনাবাহিনীর ইস্টবেঙ্গলের মোহাম্মদপুরের ওয়ারেন্ট অফিসার মো. নিজাম বলেন, আমরা খবর পেয়ে একটি শট গান, একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোঁচা উদ্ধার করি।

তিনি সকলের উদ্দেশে বলেন, এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আপনাদের কাছে এখনো যদি কোনো অস্ত্র থেকে থাকে, সেগুলো আমাদের কাছে জমা দিয়ে দেন। অন্যথায় কয়েকদিনের মধ্যে ঘোষণা আসলে আমরা এই অস্ত্র কারো কাছে পেলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ