Tuesday, August 12, 2025

নোয়াখালীতে সংঘর্ষে পুলিশসহ ৮ জন নিহত

আরও পড়ুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্দোলনকারী শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের কর্মীদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ ৮ জন নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে সোনাইমুড়ী থানায় হামলা করতে গেলে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, আন্দোলনকারী ও পুলিশ সূত্রে জানা যায়, থানায় আওয়ামী লীগের নেতারা আছেন এমন সংবাদে সোমবার বিকাল সোয়া চারটার দিকে আন্দোলনকারী, স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা থানা ঘিরে ফেলে। তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে আন্দোলনকারীর পিছু হটে এবং থানার সামনের দোকানপাট আগুনে পুড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ  খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

একপর্যায়ে তারা থানা চত্বরে ঢুকে পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ ১৮ জনকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরও ২ জন

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সংঘর্ষে ২ পুলিশও নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন এসআই জাকির।

তবে সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন সংঘর্ষের ব্যাপারে বলেছেন, থানায় কোনো ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ