Friday, January 10, 2025

কারও পানি লাগবে? আমার কানে এখনও বাজে : সিয়াম আহমেদ

আরও পড়ুন

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা। অন্যদের মতো আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হয়েছেন দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ বলেন, আমার পক্ষ থেকে আলাদা কোনো কিছু বলার নেই, পুরো দেশের মানুষ একই কথা বলছে। দেশের মানুষ যখন একসঙ্গে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার। সেটা অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন শিরিন শিলা

আমার যে ভাই এবং বোনটা মারা গেল আপনি যদি সুস্থ এবং স্বাভাবিক মানুষ হন তাহলে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে, কারও পানি লাগবে? দেখুন কত পানি আসছে এখন। এটা যতদিন মাথায় থাকবে ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না বাংলাদেশের মানুষ।

আজকে যে ছাত্ররা যারা আমাদের মেইন অডিয়েন্স—যাদের আমাদের প্রয়োজন আমরা যদি তাদের পক্ষ হয়ে না দাঁড়াতে পারি তাহলে কেন কাজ করলাম। এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা ব্যাটার। আমার নিজের সন্তান আছে, আমি জানি আজ থেকে ১০, ১৫ কিংবা ২০ বছর পরে এ ব্যাপারগুলো জানবে, তখন আমাকে জিজ্ঞেস করবে তুমি কী করেছে তখন? আমি বুক উঁচু করে বলতে পারব কিছু একটা করেছি। সুতরাং আমি স্টুডেন্টদের পক্ষে।

আরও পড়ুনঃ  ডিভোর্সের পথে সৃজিত-মিথিলা

এক প্রশ্নে জবাবে সিয়াম বলেন, আপনি (সাংবাদিক) নিজে বলেন, আপনার কোনো ক্লাসমেটের সঙ্গে এমন হলে আপনি বাসায় থাকতে পারতেন? এটা থাকা সম্ভব না এবং বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখেনি। যে তাদেরকে এভাবে প্রাণ হারাতে হবে। একেকজন বাবা-মার আহাজারি। এটা যার যায় সে বুঝে। আমি জানি না এখানে কতটুকু ঢেকেঢুকে বলা পসিবল। এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি পাবে না বলে আমার বিশ্বাস।

আরও পড়ুনঃ  ৫ কোটি রুপি না দিলে হত্যা করা হবে সালমানকে

সর্বশেষ সংবাদ