কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আমতলী পৌর ছাত্রলীগের ইউনিটের কমিটিতে থাকা নেতারা পদত্যাগ করেছেন।
সোমবার (১৫ জুলাই) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বরগুনা আমতলী উপজেলার পৌর ছাত্রলীগের ইউনিট কমিটির ২ নেতা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা হলেন, আমতলী উপজেলা পৌর ছাত্রলীগের ইউনিট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জিয়া ও একই কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানজিল এইচ রাব্বি।
তৌহিদুল ইসলাম জিয়া ফেসবুকে লেখেন, আমি তৌহিদুল ইসলাম জিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আমতলী পৌর ছাত্রলীগ যে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম, ধন্যবাদ।
পৌর ছাত্রলীগের ইউনিট কমিটির অপর এক নেতা তানজিল এইচ রাব্বি ফেসবুকে লেখেন, আমি তানজিল এইচ রাব্বি আপ্যায়নবিষয়ক সম্পাদক আমতলী পৌর ছাত্রলীগ থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম ধন্যবাদ, আগে যাও একটু মোটামুটি ছাত্রলীগ করতাম এখন ধিক্কার জানাই।
ফেসবুকে তাদের এই পোস্ট দেওয়ার পর পরই কোটাবিরোধী আন্দোলনের সমর্থনকারীরা পোস্টে লাইক দিয়ে কমেন্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।