Saturday, July 26, 2025

আবাসিক হোটেল থেকে স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

আরও পড়ুন

বগুড়ার বনানী এলাকার শুভেচ্ছা নামের একটি আবাসিক হোটেল থেকে স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) বেলা ১২টার দিকে ওই হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিস্তরিত আসছে…

আরও পড়ুন: নদীতে ভাসছিল কালো রঙের ট্রলি ব্যাগ, অতঃপর…

ময়মনসিংহে সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

আরও পড়ুনঃ  ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজিবি

রোববার (২ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার মনতলা এলাকা থেকে লাশটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উদ্ধার করে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশটি একটি কালো রঙের ট্রলি ব্যাগের ভেতরে ছিল; মাথা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় আলাদা পলিথিনে মোড়ানো ছিল। এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে সুতিয়া নদীর। ওপর সেতুর নিচে একটি কালো ব্যাগ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই ট্রলি থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়ে গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ