Wednesday, March 19, 2025

সন্ধ্যায় এভারকেয়ারে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

আরও পড়ুন

জরুরি কিছু পরীক্ষার জন্য আজ বুধবার (১ মে) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু জরুরি পরীক্ষার জন্য সন্ধ্যায় ম্যাডামকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। এরই মধ্যে হাসপাতালে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এখন কেমন আছেন জানতে চাওয়া হলে জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ চিকিৎসকেরা কিছু পরীক্ষা দিয়েছেন সেটা করতে নিয়মিত চেকআপের অংশ হিসেবে উনাকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে।’

আরও পড়ুনঃ  জামায়াত নিষিদ্ধকরণ ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সর্বশেষ গত ৩১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন গত কয়েক বছর ধরে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্টসহ নানা রোগে ভুগছেন। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। ওই সময়ে তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুনঃ  ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ যুবদলকর্মীর বিরুদ্ধে

সর্বশেষ সংবাদ