Sunday, August 17, 2025

টিনশেড বাড়িতে বিস্ফোরণে তিন শিশুসহ আহত চার

আরও পড়ুন

বগুড়া শহরের একটি টিনশেড বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। রোববার (এপ্রিল) রাতে মালতিনগর মোল্লাপাড়া এলাকার ওই টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাসনিম বুশরা নামের এক শিশুর অবস্থা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শী ও বনানী পুলিশ ফাঁড়ি জানায়, রাত সাড়ে নয়টার দিকে বিকট শব্দ শুনে তারা দেখতে পান প্রতিবেশী রেজাউল করিমের টিনশেড বাড়ির বেশিরভাগ অংশ বিধ্বস্ত হয়ে পড়ে আছে। আর দেয়ালের নিচে চাপা পড়ে আছে তার স্ত্রীসহ তিন শিশু। বিস্ফোরণে রেজাউলের স্ত্রী রেবেকা সুলতানা, তাদের মেয়ে সুমাইয়া, রেজাউলের ভাতিজি জিম এবং প্রতিবেশী আলী হোসেনের ১৪ বছর বয়সী মেয়ে তাসনিম বুশরা আহত হয়। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  শীতবস্ত্র নিয়ে ঢাবির নৈশপ্রহরী-কর্মচারীদের পাশে ছাত্রশিবির

রেজাউল করিমের বাড়িতে আতশবাজি বানানোর কাজ হতো। কী কারনে বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে তা নিশ্চিত না করলেও পুলিশ জানিয়েছে আতশবাজি কিংবা বাসায় থাকা দাহ্যপদার্থের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বাড়িটিতে। কী কারণে এমন বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও আইওয়ায় টর্নেডোর তাণ্ডব

এবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও আইওয়ায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন।

রোববার (২৮ এপ্রিল) আঘাত হানে টর্নেডো। নিহতদের মধ্যে ৪ মাসের শিশুও রয়েছে। এ ঘটনায় আহত আরও অনেকে। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। উপড়ে পড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ক্ষতিগ্রস্থ হয় আবাসিক এলাকা। ধ্বংস্তূপ সরাতে শুরু করেছে কতৃপক্ষ। নিখোঁজদের সন্ধান করছেন জরুরি বিভাগের সদস্যরা।

আরও পড়ুনঃ  হত্যাচেষ্টা মামলায় কারাগারে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. সোহাগ

গত তিন দিন ধরেই যুক্তরাষ্ট্রের দক্ষিনাঞ্চলে তান্ডব চালাচ্ছে শক্তিশালী টর্নেডো। হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। দূর্যোগের কারনে জারি করা হয়েছে জরুরী অবস্থা। এমন দূর্যোগপূর্ণ পরিস্থিতি সোমবার পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ