Thursday, May 1, 2025

যুক্তরাষ্ট্রের অস্ত্রে গাজায় ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন, শঙ্কা মার্কিন কর্মকর্তার

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে। মার্কিন ফেডারেল প্রশাসনের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এ কথা জানিয়েছে। তারা জানিয়েছেন, ওয়াশিংটনের দেয়া অস্ত্র তেল আবিব আন্তর্জাতিক মানবিক আইন মেনে ব্যবহার করছে- এর কোনো বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য আশ্বাস পাওয়া যাচ্ছে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারক পর্যালোচনা করে রোববার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুনঃ  গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১০ হাজারের বেশি মানুষ

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি জাতীয় নিরাপত্তা স্মারক (এনএসএম) জারি করেছিল। স্মারকে উল্লেখ করা হয়েছে, আগামী ৮ মে’র মধ্যে ব্লিঙ্কেনকে এ বিষয়ে কংগ্রেসে রিপোর্ট করতে হবে। যেখানে স্পষ্ট থাকতে হবে, তিনি তেল আবিবের বিশ্বাসযোগ্য আশ্বাস পেয়েছেন যে, ইসরায়েলি বাহিনী মার্কিন অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না।

চলতি বছরের ২৪ মার্চের মধ্যে অন্তত সাতটি স্টেট ডিপার্টমেন্ট ব্যুরো ব্লিঙ্কেনকে একটি প্রাথমিক ‘বিকল্প স্মারকে’ তাদের রিপোর্ট পাঠিয়েছিল। যেসব প্রতিবেদন এর আগে প্রকাশিত হয়নি। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘অধিদপ্তরের কিছু অংশ ইসরায়েলের আশ্বাস গ্রহণের পক্ষে, কেউ তা প্রত্যাখ্যান করার পক্ষে আবার কেউ কোনো অবস্থান নেননি।’

আরও পড়ুনঃ  কুসংস্কারের বশে স্কুলের উন্নতির আশায় ২য় শ্রেণির শিক্ষার্থীকে ‘বলি’

চারটি মার্কিন ব্যুরো- গণতন্ত্র মানবাধিকার ও শ্রম; জনসংখ্যা, উদ্বাস্তু এবং অভিবাসন; গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স চলমান গাজা যুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘গুরুতর উদ্বেগ’ উত্থাপন করেছে। সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েলের আশ্বাস ‘বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য নয়।’

সর্বশেষ সংবাদ