Friday, January 10, 2025

বিএনপির ৭৩ নেতাকর্মী বহিষ্কার

আরও পড়ুন

দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ৭৩ জন নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার চার ধাপে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ৮ মে প্রথম ধাপে ১৪৮টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ও শেষ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে ৫ জুন।

আরও পড়ুনঃ  দুষ্কৃতকারীদের প্রশাসনের কাছে তুলে দিন : ইশরাক

জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়ের এই নির্বাচনও বয়কট করেছে বিএনপি এবং তাদের শরীক দলগুলো। সেজন্য দলীয় ও ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকেও নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছিল বিএনপি। তবে এই নেতাকর্মীরা দলীয় নির্দেশ না মেনে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

সর্বশেষ সংবাদ