Thursday, March 20, 2025

গোপালগঞ্জে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা-ছেলে আহত

আরও পড়ুন

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হলেন, মাসুদ শেখ (৪৫) ও তার ছেলে আব্দুল্লাহ শেখ (৪)।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ শেখ রাত ৯টার দিকে ছেলেকে নিয়ে জেলা সদর থেকে বাড়িতে ফেরে। এ সময় ঘরে ঢোকার আগেই বাড়ির উঠানে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে বাবা-ছেলে দুজনেই গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  ঢাবি ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র সন্তানরা সুযোগ পাবেন, নাতি-নাতনিরা নয়

ওসি মো. আনিচুর রহমান আরও বলেন, ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। এছাড়া পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ
রেলের ভাড়া বাড়ানো হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে: রেলমন্ত্রী

রেলের ভাড়া বাড়ানো হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে- এমন মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। বললেন, ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত আগামী ৪ মে থেকে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  ভাইরাল হওয়া ‘সহযোদ্ধার বাসভবন’ লেখা সাইনবোর্ড নিয়ে যা জানা গেলো

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ীতে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, দূরত্ব হিসেবে ১০০ কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়বে না। গত ১৫ থেকে ২০ বছরের মধ্যে রেলের ভাড়া বাড়ানো হয়নি। তবে ভাড়া বাড়ানো উচিৎ। প্রধানমন্ত্রী এই মুহূর্তে জনগণের ওপর চাপ না দিতে বলেছেন। ভর্তুকি প্রত্যাহারের ফলে ভাড়া সামান্য বাড়বে। এটি সবাইকে মেনে নিতে হবে।

রেলমন্ত্রী আরও বলেন, ভাঙ্গা থে‌কে নতুন রুট চালু হ‌লেও রাজবাড়ী টু ঢাকার ট্রেন প্রত্যাহার করা হবে না। ওই রুটে নতুন ট্রেন চালু করা হবে।

আরও পড়ুনঃ  শিক্ষকদের রুমে তালাসহ অনেক ছাত্রকে হল ছাড়তে হুমকি দিচ্ছে শেকৃবি ছাত্রদলের নেতাকর্মীরা

সর্বশেষ সংবাদ