Wednesday, January 8, 2025

এখানে তো সন্ত্রাসী নেই, এত প্রশাসন থাকবে কেনো : হাসান জাহাঙ্গীর

আরও পড়ুন

এফডিসিতে নিরাপত্তা দরকার আছে, তবে এতটা দরকার নেই। ভোটারের চেয়ে প্রশাসন বেশি। এত প্রশাসন দরকার নেই তো। শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মিলনমেলা। দুই বছর পরপর ভোটের দিন উৎসবে মেতে ওঠেন শিল্পীরা।

কিন্তু এফডিসিতে এসে এসব কি দেখছি। এখানে তো সন্ত্রাসী নেই, এত প্রশাসন থাকবে কেন? ক্ষোভ ঝেড়ে এভাবেই বললেন শিল্পী সমিতির সদস্য-অভিনেতা হাসান জাহাঙ্গীর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন চলছে বিএফডিসি প্রাঙ্গণে। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ও সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে এফডিসিজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস ফের চালু করতে সভা

এদিন এফডিসির মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় আড়াই শ’ পুলিশ সদস্যসহ সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত লক্ষ্য করা যায়। এ নিয়ে সাধারণ শিল্পীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তবে কেউ কেউ এটি ইতিবাচক হিসেবে দেখছেন।

সর্বশেষ সংবাদ