Monday, July 7, 2025

প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী, অতঃপর…

আরও পড়ুন

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানিয়েছেন। 

মঙ্গলবার (২০ মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহত পর্যটকদের পরিচয় পাওয়া যায়নি। 

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসাথে দুইজন নিয়ে প্যারাসেইলিং করে। এ সময় ছিটকে গিয়ে দুইজন আহত হন। 

আরও পড়ুনঃ  কমিটিতে পদ না পাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ

প্যারাসেইলিংয়ের কর্মীরা তড়িঘড়ি করে আহত দুইজনকে সরিয়ে নেন। পরে আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন।

সর্বশেষ সংবাদ