Monday, August 18, 2025

দুই নেতাকে বহিস্কার করল বিএনপি

আরও পড়ুন

খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কাজীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা নগরের কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, কোনো ব্যক্তিবিশেষের অপকর্মের দায়ভার দল নেবে না। দলের জন্য ত্যাগী, পরীক্ষিত ও ক্লিন ইমেজের জনসম্পৃক্ত নেতা-কর্মীদের নিয়ে খুলনা জেলা বিএনপির তৃণমূল পর্যায় থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত ৫২টি রাজনৈতিক দল

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর প্রথম আলোকে বলেন, দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনকে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। চালনা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাঁকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহাকে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি দাকোপ-বটিয়াঘাটার সাংগঠনিক দলে সম্পৃক্ত করা হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার দাকোপে খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে সঙ্গে জড়িত ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কিছু নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ছাত্রলীগের ২ নাশকতাকারীকে হাতেনাতে ধরলো ছাত্রদল

এদিকে গতকালের ঘটনায় চালনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইফতেখারুল কবির (বাপ্পি) এবং দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানকে আজ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। তাঁদের দুই দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

গতকালের ওই সংঘর্ষে দাকোপ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজাহার উদ্দিনসহ অন্তত ৯ জন আহত হন। এ ঘটনায় আজ দাকোপ থানার এসআই নূর মোহাম্মদ শাহিদ বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশের কাজে বাধা, হত্যাচেষ্টার অভিযোগসহ ছয়টি ধারায় ওই মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ, দাকোপ উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সদস্যসচিব আল-আমিন সানা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কাজী। এ ঘটনায় উভয় পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ