ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত কর্তৃক রায় দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম তাকেও এমপি ঘোষণা করা দাবি করছেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম), বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে হিরো আলম নিজেকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার হিরো আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ দাবি জানান।
হিরো আলম মোবাইল ফোনে বলেন, ‘আমি বগুড়ায় এবং ঢাকায় এমপি পদে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমাকে ভোট কারচুপির মধ্যে দিয়ে পরাজিত করা হয়। আমি এখন দাবি করছি আমার এমপি পদ ফিরিয়ে দিতে।’
জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এখন এমপি পদে ঘোষণা করে কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শুধু চাই আমাকে এমপি ঘোষণা করা হোক। আমি একদিনের জন্য হলেও এমপি হতে চাই।’
এদিকে আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। হিরো আলমকে ঢাকা ১৭, বগুড়া ৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক, আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’
পরে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের আমলে অনেকেই বনে-জঙ্গলে ঘুরেছেন। সে সময় আমি নির্বাচন করেছি। ইশরাক যদি মেয়র হয়, তাহলে আমাকে একদিনের জন্য হলেও এমপি দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৪ ও বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের হারিয়ে বিপুল ভোটে আমি বিজয়ী হয়েছিলাম। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে চাপ দিয়ে ফলাফল ছিনতাই করে শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট প্রার্থীদের অবৈধভাবে বিজয়ী ঘোষণা করে। ফল ছিনতাইয়ের প্রতিবাদ জানিয়ে ইসিতে লিখিত অভিযোগ করেও ন্যায়বিচার পাইনি। উল্টো প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে।’
হিরো আলম বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি নেতা ইশরাকের ফল ছিনতাইয়ের অভিযোগ ছিল। আদালতের নির্দেশে তাকে পাঁচ বছর পর বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাহলে আমাকে এমপি ঘোষণা করতে বাধা কোথায়।’
প্রসঙ্গত, হিরো আলম ২০২৩ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণের দিন তার ওপর হামলা হয়। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।
এ ছাড়া ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনকে ৮৩৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন।