Monday, August 18, 2025

নির্বাচনের পরই আইন মেনে তিনি মামলা করেছিলেন: ইশরাক

আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নাম ঘোষণা করেন আদালত। এরপর থেকে বিভিন্ন মহলে বইছে সমালোচনার ঝড়। তবে এই সমালোচনর জবাব দিলেন ইশরাক।

তিনি বলেন, ভোটে তিনি হারেননি, তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের পরই আইন মেনে তিনি মামলা করেছিলেন। সেই মামলা তখন ধামাচাপা দেওয়া হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর তিনি এখন ন্যায়বিচার পেয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইশরাক হোসেন এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা–ভ্যান ও অটোচালকদের মধ্যে ঈদ উপহার দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটি।

আরও পড়ুনঃ  জামায়াত-শিবির নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

বৃহস্পতিবার (২৭ মার্চ ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার এ রায় দেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ