Saturday, March 29, 2025

নেছারাবাদে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে

আরও পড়ুন

পিরোজপুরের নেছারাবাদে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তোপের মুখে পড়েছেন কাজী সাখাওয়াত হোসেন নামের এক বীর মুক্তিযোদ্ধা।

আজ বুধবার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ওই মুক্তিযোদ্ধার ওপর স্থানীয় এক সাংবাদিক চড়াও হন। উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাখাওয়াত নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ মুক্তিযোদ্ধা ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাখাওয়াত বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তখন উপস্থিত কয়েকজন এর বিরোধিতা করলে তিনি ক্ষমা চান। কিন্তু এর জেরে আজ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাখাওয়াতের ওপর চড়াও হন স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা।

আরও পড়ুনঃ  দেশের বিভিন্ন জেলায় বন্যার সতর্কতা জারি

এ নিয়ে কথা হলে সাখাওয়াত বলেন, ‘সব পরিবেশে জয় বাংলা বলা ঠিক না। পরিবেশ বুঝে সবকিছু বলতে হয়। আমি ওই দিন জয় বাংলা বলার কারণে আজ স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা আমার ওপর একটু উত্তেজিত হয়েছিল।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২৬ মার্চ অনুষ্ঠানের দিন কোনো ‘‘জয় বাংলা’’ স্লোগান বলা হয়নি। মূলত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন ‘‘জয় বাংলা’’ বলেছিলেন। তখন অনেকে তাঁর বিরোধিতা করেন। তখনোই তিনি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। আসলে বিষয়টি নিয়ে আমিও বিব্রত হয়েছি।’

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু, ৪ লাখ টাকায় রফাদফা

সর্বশেষ সংবাদ